Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের বিক্ষোভে সাংবাদিক ও শিক্ষকসহ গ্রেপ্তার ২৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫৮ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত রয়েছে, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ এবং সাংবাদিক ও শিক্ষকসহ গ্রেপ্তার হয়েছেন ২৫ বিক্ষোভকারী। সামরিক শাসনকে অস্বীকার করে মঙ্গলবারও হাজার হাজার মানুষ ইয়াঙ্গুনের রাস্তায় জড়ো হয়। তারা বলছেন, সবার আগে নির্বাচিত নেত্রী অং সান সুচিকে মুক্তি দিতে হবে। -আল জাজিরা, এএফপি, গ্লোবাল টাইমস

মুক্তি দিতে হবে গ্রেপ্তারকৃত অন্য রাজনীতিবীদদেরও। মান্দালয়তে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২৫ জনকে। এরমধ্যে আছেন সাংবাদিক, শিক্ষকসহ বিক্ষোভকারীরা। রাজধানী নেপিইদোতে পুলিশ কর্মকর্তারা বিক্ষোভ হটাতে গুলি ছোঁড়ার আগে জলকামান নিক্ষেপ করেন। ঐ অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আকাশে দুইবার সতর্কতা হিসেবে গুলি ছোঁড়া হয় এরপর রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। শহরটির একটি হাসপাতাল কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে, সেখানে বেশ কিছু রাবার বুলেটে আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। এর আগে সোমবার দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দেয়, পাঁচ জনের বেশি জমায়েত হওয়া যাবে না এবং সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এসব উপেক্ষা করে ৫ম দিনের মতো চলে আন্দোলন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ