প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একান্ত কিছু চ্যাটের কনটেন্ট সোশাল মিডিয়াতে স¤প্রতি ছড়িয়ে পড়ার পর হলিউড অভিনেতা আরমি হ্যামার ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন। তাকে নিয়ে যে শুধু যৌন বিকৃতির গুজব রটেছে তাই নয়, তার সঙ্গে তার খাদ্যাভ্যাস নিয়েও প্রশ্ন উঠেছে। তার এক বার্তায় তিনি লিখেছেন : “আমি ১০০% মানুষখেকো (ক্যানিবাল)।” একটি সাময়িকীর পক্ষ থেকে হ্যামারের ঘনিষ্ঠ এক সূত্রের সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায় আরমি অবশ্যই ‘মানুষখেকো নয়।” এই সূত্র আরও জানায় অভিনেতা মানুষের মাংস খায়নি বা রক্তও পান করেনি। তার বার্তার ব্যাখ্যা জানতে চাইলে এই সূত্র জানায় সে কখনও তার পায়ের আঙুল বিচ্ছিন্ন করেনি বা কাউকে খাঁচায় বন্দি করে রাখেনি, এর সবই এক ধরণের পাগলামি বই আর কিছু নয়। তার বার্তায় বিডিএসএম (বিভিন্ন ধরনের চরম যৌন আচরণ) সম্পর্কে এই সূত্র অবশ্য অস্বীকার করেনি। সূত্র বলেছে :”অনেকের কাছে এসব বাড়াবাড়ি মনে হলেও অনেকে স্বাভাবিক মনে করে।” স¤প্রতি আরেক নারী হ্যামারের বিরুদ্ধে তার সোশাল পেইজে এমন চরম বার্তা পোস্ট করার অভিযোগ করেছে। এ ব্যাপারে হ্যামারের বিরুদ্ধে কোনও মামলা হয়নি, তবে দুটি চলচ্চিত্র থেকে তিনি বাদ পড়েছেন। এদিকে হ্যামারের সাবেক স্ত্রী এলিজাবেথ চেম্বার্স যে নারীরা এমন দাবি করছে তাদের সামনে আসতে বলেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।