Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় টেবিল টেনিস

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থা জিমন্যাসিয়ামে আগামী শনিবার শুরু হচ্ছে ৩৬তম সাউথ-ইস্ট ব্যাংক জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। ছয়দিন ব্যাপী এ আসর শেষ হবে ৮ সেপ্টেম্বর। ৪২টি দলের ২৬০জন খেলোয়াড়ের অংশগ্রহণে এবারের জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে ইভেন্ট থাকছে ৭টি। এগুলো হলো-পুরুষ ও মহিলা দলগত, পুরুষ ও মহিলা একক, পুরুষ ও মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত। প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে ৯ লাখ টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাউথ-ইস্ট ব্যাংক লিমিটেড দিচ্ছে ৫ লাখ টাকা। বাকি অর্থ টেবিল টেনিস ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে। গতকাল দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর।
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় টেবিল টেনিস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ