Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদ র‌্যালি

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী র‌্যালি-সমাবেশ আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এই র‌্যালিকে সফল করার লক্ষ্যে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মত-বিনিময় সভা গতকাল এনএসসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনএসসি সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) যুগ্ম সচিব সহিদ উল্লাহ ও পরিচালক (ক্রীড়া) যুগ্ম সচিব দীল মোহাম্মদ। তিনি বলেন,‘আমরা ক্রীড়াঙ্গণেও সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে চাই। তারই অংশ হিসেবে আমরা ক্রীড়াঙ্গণে গণ-জাগরণ সৃষ্টি করতে চাই।’ এনএসসি’র আয়োজনে এ র‌্যালিটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে জিরো পয়েন্ট হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিবাদ র‌্যালি

৩১ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ