Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ফাইনালে টাইগ্রেস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

কদিন আগে কোপা লিবের্তাদোরেস জিতে আসা ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে মেক্সিকোর টাইগ্রেস। গতপরশু রাতে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামের ম্যাচটি ১-০ গোলে জেতে টাইগ্রেস। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে পেনাল্টি পেয়ে ব্যবধান গড়ে দেন ফরাসি স্ট্রাইকার আন্দ্রে-পিয়ারে জিনিয়াক।
উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিত্ব করা দলটি ফাইনালে খেলবে গতরাতে হয়ে যাওয়া দ্বিতীয় সেমি-ফাইনালে বিজয়ী দলের বিপক্ষে। যেখানে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয় মিশরের দল আল আহলি। এতক্ষণে নিশ্চয়ই জেনেও গেছেন কি ঘটেছে ম্যাচের ভাগ্যে!
ক্লাব বিশ্বকাপের ফাইনাল হবে আগামী বৃহস্পতিবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনালে-টাইগ্রেস

৯ ফেব্রুয়ারি, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ