Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুর পৌরসভায় ধানের শীষ কে বিজয়ী করতে ব্যাপক শোডাউন ও গণসংযোগ

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২১ পিএম

ফুলপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মোঃ আমিনুল হকের ধানের শীষ প্রতীকের সমর্থনে সোমবার (৮ ফেব্রুয়ারী) বিকালে ফুলপুর সদরে শোডাউন করেছে ময়মনসিংহ জেলা উত্তর যুবদল, ফুলপুর উপজেলা যুবদল ও ফুলপুর ছাত্রদল।

ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সভাপতি শামছুল, সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লব, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক দিদারুল ইসলাম ফকির বিপুল, সিঃ সহ সভাপতি মোতালেব হোসেন শহীদ, সাংগঠনিক সম্পাত খালেদ মোশারফ সোহাগ, যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন ও কামরুজ্জামান, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, ফুলপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমান সেলিমে, সাধারন সম্পাদক শাহজাহান সিরাজ, ছাত্রদল নেতা সুজা, ওমর ফারুকের নেতৃত্বে ও বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আমিনুল হকের উপস্থিতিতে ধানের শীষের পক্ষে বিশাল মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। মিছিল শেষে ধানের শীষের নির্বাচনী অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি এড. আবুল বাসার আকন্দ, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আমিনুল হক, বিএনপি নেতা কুদরত আলী, শাহ মোহাম্মদ আলী, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সভাপতি শামছুল, সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লব, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমান সেলিম, সাধারন সম্পাদক শাহজাহান সিরাজ সহ উপজেলা, পৌর যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ফুলপুর পৌরসভার চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে একাট্রা হয়ে ধানের শীষ'কে বিজয়ী করতে হবে। ফুলপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আমিনুল হক ফুলপুরে মেয়র থাকলে দরিদ্র, অসহায়, অসচ্ছল মানুষের ভাগ্যের উন্নয়নসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হবে। গত ৫ বছরে মেয়র আমিনুল ফুলপুর পৌরসভায় রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, লাইটিংসহ ব্যাপক উন্নয়ন করেছেন। তাই পৌরসভার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বর্তমান মেয়র মোঃ আমিনুল হককে আবারও বিজয়ী করতে হবে ।

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মো. আমিনুল হক বলেন, 'সকলের প্রতি আমি কৃতজ্ঞ। গত পাঁচবছর আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি পৌরবাসীকে সেবা দিতে। হয়তো তার জন্যই এবারো দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতিদিনই মাঠ পর্যায় থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশাকরি এবার বিজয়ী হয়ে গত পাঁচবছরের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করব। এর আগেও পৌরবাসী আমাকে ভালবেসে ভোটের মাধ্যমে মেয়র পদে বিজয়ী করেছেন, এবারও তার কোনো বিকল্প হবেনা তেমনটাই প্রত্যাশা রাখি।' পিছনের ভুল-ত্রুটির ক্ষমা চেয়ে তিনি উন্নয়নের ধারা গতিশীল রাখতে ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষে ভোট চান।

এছাড়াএ ফুলপুর পৌরসভার ০৯ নং ওয়ার্ডে দিউ ব্যাপারীপাড়াসহ বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ