Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের প্রতিবাদ উপেক্ষা, কাশ্মীর দিবস পালন করবে নিউ ইয়র্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

প্রতি বছর ৫ ফেব্রুয়ারিতে ‘কাশ্মীর আমেরিকান ডে’ হিসাবে পালন করা হবে নিউ ইয়র্কে। রোববার সেখানকার প্রাদেশিক আইনসভায় ভোটাভুটিতে এই বিষয়ে প্রস্তাব পাস হয়ে যায়। এরপরই তা গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর কাছে পাঠানো হয়। আইনসভায় প্রস্তাবটি উপস্থাপন করার সময় বলা হয়, বিভিন্ন প্রতিক‚লতা কাটিয়ে কাশ্মীরি সম্প্রদায়ের মানুষের ইচ্ছাশক্তির ফলে নিজেদের নিউ ইয়র্কের উন্নত ও গুরুত্বপূর্ণ অভিবাসী সম্প্রদায় হিসাবে তুলে ধরেছে। একে সম্মান জানাতেই ‘কাশ্মীর আমেরিকান ডে’ পালন করা উচিত। নাদের সায়েঘ নামে এক সদস্য এবং অন্য ১২ জনের সমর্থনে নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে ৫ ফেব্রুয়ারিকে ‘কাশ্মীর আমেরিকান ডে’ হিসাবে পালন করার প্রস্তাব পেশ করেন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র জেড তারার জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট চান কাশ্মীর সমস্যার দ্রুত সমাধান হোক। মানবাধিকার নিশ্চিত করা আমেরিকার অন্যতম প্রধান লক্ষ্য। বাইডেন চান গোটা দুনিয়াতেই তা অটুট থাক।’ যেখানে, যার, যা সমস্যা আছে, সবাই মিলে একসঙ্গে মেটানোর বার্তাও দিয়েছেন বাইডেন। স্বভাবতই বিষয়টিকে ভালভাবে নেয়নি ভারত। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই এর প্রতিবাদে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। দূতাবাস মুখপাত্র জানিয়েছেন, ‘ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্য দুনিয়ার কাছে জলজ্যান্ত এক উদাহরণ। জম্মু-কাশ্মীরও যার অবিচ্ছেদ্য ও অপরিহার্য অঙ্গ। এই সিদ্ধান্ত ভারতীয় ঐতিহ্যে আঘাত হানবে। মানুষে মানুষে বিভেদ তৈরি করবে। আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছি।’তবে নিউ ইয়র্ক অ্যাসেম্বলির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তারা আগেই ৫ ফেব্রুয়ারি ‘কাশ্মীর দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় পাক কনসুলেট জেনারেল টুইট করে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান সায়েঘ এবং দ্য আমেরিকান পাকিস্তানি অ্যাডভোকেসি গ্রুপকে। সূত্র : টিওআই।



 

Show all comments
  • Asad Mollah ৯ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩৯ এএম says : 0
    আমি স্বাধীন কাশ্মীর আশা করি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর-দিবস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ