Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৬৩৬ বাঙ্কারের নির্মাণ কাজ সম্পন্ন রাজৌরিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ভারতের জম্মু এবং কাশ্মীরের রাজৌরির জেলা উন্নয়ন কমিশনার (ডিডিসি) রাজেস জে শাভান পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) এবং রুরাল ডেভেলপমেন্ট (আরডিডি) সঙ্গে আলোচনায় বসেছেন। রাজৌরি জেলার সীমান্তে বাঙ্কার তৈরির অগ্রগতি সম্পর্কে হয় এই আলোচনা। আলোচনায় বলা হয়েছে, ঐ জেলায় তিন হাজার ১৪১ টি বাঙ্কার তৈরির কথা। এখন পর্যন্ত দুই হাজার ৬৩৬ টি বাঙ্কার তৈরি হয়েছে। আরডিডি’র তত্ত্বাবধানে এক হাজার ৮৯২ টি বাঙ্কারের মধ্যে এক হাজার ৭৪৫ টি স্বতন্ত্র এবং ১৪৭ টি কমিউনিটি বাঙ্কার। এরমধ্যে এক হাজার ৪৯৭টি বাঙ্কার পুরোপুরি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাওসেরায় এক হাজার ১১৬টি এবং রাজৌরিতে ১২৫টি বাঙ্কার পিডব্লিউডি’র তত্ত্বাবধানে তৈরি হচ্ছে। এরমধ্যে এক হাজার ১৩৯ টির কাজ সম্পন্ন হয়েছে এবং অন্যগুলোর কাজ চলছে। ইকোনমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২৬৩৬-বাঙ্কার-নির্মাণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ