Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর ধানমন্ডির ছয় নম্বর রোডের একটি ভবনের ছাদ থেকে পড়ে ওমর ফারুক তানিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ।

ধানমন্ডি থানার এসআই নাজমুল হুদা জানান, খবর পেয়ে গতকাল সকালে ধানমন্ডি ৬ নম্বর রোডের ১৯/ডি নম্বর বেপজা ভবনের সামনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে, তিনি কিভাবে পড়েছেন বা কেউ ফেলে দিয়েছেন কিনা সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি।
তিনি আরও জানান, পরিবারের সঙ্গে গ্রিন রোডের একটি বাসায় থাকতেন ফারুক। তার কোনো সন্তান নেই। তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, ওমর ফারুক মানসিকভাবে একটু অসুস্থ ছিলেন। তার চিকিৎসা চলছিল। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ওমর ফারুকের সহকর্মী মাকসুদুর রহমান জানান, ওমর ফারুক বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং অথরিটির আইটি সিস্টেম কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি গতকাল সকালে অফিসে গিয়েছিলেন। এরপরে কি হয়েছে তা বলতে পারছি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ