Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রহস্যজনকভাবে ভেসে উঠেছে হাজার হাজার মাছ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

প্রাকৃতিক বিপর্যয় যেন কিছুতেই থামানো যাচ্ছে না। এর ফলে কেবল মানুষই নয়, ক্ষতির মুখে পড়ছে জীববৈচিত্র্যও। সম্প্রতি চিলির একটি সৈকতে রহস্যজনকভাবে ভেসে ওঠেছে হাজার হাজার মাছ। এ জন্য পানির তাপমাত্রা বৃদ্ধি ও দ‚ষণকে দায়ী করছেন অনেকে। রহস্যময় এই ঘটনার কারণে চিলির বিও বিও প্রদেশের হরকোনস সমুদ্রসৈকত আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। সমুদ্র থেকে হঠাৎ ভেসে ওঠেছে হাজার হাজার মৃত মাছ। মাছ ছাড়াও আরো বিভিন্ন সামুদ্রিক প্রাণী সৈকতে ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে, পানির তাপমাত্রা ও গুণাগুণ পরিবর্তনের কারণেই এমন বিপর্যয় ঘটেছে। প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে দেশটির জাতীয় মৎস্যসম্পদ সংস্থা সেরনাপেস্কা জানিয়েছে, সমুদ্রের পানিতে ক্লোরোফিল পাওয়া গেছে। পানিতে এই পদার্থের মাত্রা আরো বাড়লে দ্রুতই অক্সিজেনের পরিমাণ কমবে বলেও জানিয়েছে সংস্থাটি। এতে কেবল সামুদ্রিক প্রাণী নয়, হরকোনস অঞ্চলে বসবাসকারী মানুষেরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্কাই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাজার-হাজার-মাছ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ