Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় নৌবাহিনী সদস্যকে পুড়িয়ে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মুক্তিপণের টাকা না পেয়ে সুরজ কুমার দুবে (২৬) নামে ভারতীয় নৌবাহিনীর এক সদস্য পুড়িয়ে হত্যা করেছে অপহরণকারীরা। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, তিনি তালিমনাড়ুর আইএনএস কোয়েম্বত্তুর প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিশের দাবি, নিহত সুরজ দুবে কিছুদিন আগে ঝাড়খন্ডে তার গ্রামের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন। গত ৩০ জানুয়ারি সেখান থেকে ফেরার পথে চেন্নাই বিমানবন্দর এলাকা থেকে অপহৃত হন তিনি। অপহরণের তিনদিন পর গত ২ ফেব্রুয়ারি পালঘরের ঘোলওয়াড় এলাকার জঙ্গল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। তার শরীরের অধিকাঙ্ক অঙ্কই দগ্ধ ছিল। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশকে দেয়া জবানবন্দিতে সুরজ দুবে জানিয়েছেন, চেন্নাই বিমানবন্দরের বাইরে আসতেই তাকে ঘিরে ধরে তিন অপহরণকারীরা। তাদের একজনের হাতে বন্দুক ছিল। তাকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয়-নৌবাহিনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ