যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
গত শুক্রবার এবং আজ রবিবার অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতা এবং নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহ্বাজ হাসান সিমুন ফারুক রবিনের নেতৃত্বে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এবং নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগ নেতৃবৃন্দ সিডনীর আল জাজিরা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। তারা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
ফারুক রবিন ইনকিলাবের এই প্রতিবেদককে জানান, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে স্থানীয় সময় রবিবার সিডনীর প্রাণকেন্দ্রে অবস্থিত আল জাজিরার নতুন কার্যালয় (ব্যুরো অফিস) এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত পৃথক বিক্ষোভ সমাবেশে আমরা বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছি ।
নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হকের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া কৃষকলীগের সভাপতি শাহ আলম, উপদেস্টা সাব্বির ফেরদৌস শাওন, সহ সভাপতি তানভির কেনেডি, মইনুল মল্লিক, নূর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি , সাংগঠনিক সম্পাদক রিয়াসাদ হাসান, তাহমিদুন নূর, দপ্তর সম্পাদক মাসফি রহমান, নির্বাহী সদস্য আহমেদ হাসান উমায়ের, মোহাম্মদ হাসান উসায়েদ। সিনিয়র নেতা আবদুর রহিম বাবু, আবু বকর সহ শতাধিক নেতা কর্মি বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন । আগামীকাল সোমবার নেতৃবৃন্দ দেশটির কাতার এ্যামবাসিতে স্মারকলিপি জমা দেয়ার কথা রয়েছে ।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।