মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের গভর্নর বলেছেন, কৃষ্ণাঙ্গরা দেশের শত্রু। তিনি এও বলতে চেয়েছেন, প্রয়োজনে তাদের হত্যা করা উচিত। মাদকের বিরুদ্ধে যুদ্ধে মেইন রাজ্যের পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে একটি তালিকা প্রদর্শন করে গভর্নর পল লি পেজ বলেন, এই হলো শত্রু, এই লোকজনÑ হয় কালো না হয় হিস্পানিক। পল লি পেজ বলেন, যখন আপনারা যুদ্ধ করছেন এবং শত্রুরা লাল পোশাকে এবং আপনারা নীল পোশাকে আছেন, তখন আপনাকে লালে গুলি করতে হবে। অবশ্য, ইতোমধ্যেই ডেমোক্রেটিক পার্টির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা তার পদত্যাগ দাবি করেছেন। প্রসঙ্গত, গত সপ্তাহের প্রথম দিকে তার একটি মন্তব্যকে ঘিরে বর্ণবাদী হিসেবে সমালোচিত হচ্ছেন পল। সে সম্পর্কে তার ব্যাখ্যা জানতে চাইলে নতুন করে কৃষ্ণাঙ্গদের আক্রমণ করে কথা বলেন তিনি। এ বছরের জানুয়ারি মাসে মেইনের গভর্নর লি পেজ মাদক ব্যবসা নিয়ে পরোক্ষভাবে বিদেশিদের দায়ী করেন। শুধু তাই নয়, তিনি দাবি করেন, তারা বাইরে থেকে এসে হেরোইন ব্যবসা করে এবং যাওয়ার আগে কোনো শ্বেতাঙ্গ তরুণীকে অন্তঃসত্ত্বা করে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।