মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কিরঘিজিস্তানের রাজধানী বিশকেকের দক্ষিণাংশে চীনা দূতাবাসে বড় ধরনের একটি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। রাশিয়ার টিভি নভোস্তি-র নিউজ সাইট আরটি জানিয়েছে, দূতাবাস কম্পাউন্ডের গেট ভেঙে একটি গাড়ি ঢুকে পড়ার পর বিস্ফোরণটি ঘটে বলে খবর পাওয়া গেছে। এতে একজন নিহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ হামলায় একজন নিহত হওয়ার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। কিরঘিজিস্তানের জরুরি মন্ত্রণালয় ইন্টারফ্যাক্সের কাছে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে, বিস্ফোরণটি চীনা দূতাবাসের কম্পাউন্ডে ঘটেছে বলে জানিয়েছে তারা। প্রাথমিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দূতাবাসের একটি গেইট গুঁড়িয়ে দেওয়া গাড়ির চালক বিস্ফোরণে নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন, এদের মধ্যে দুজন দূতাবাসকর্মী। তারা বোমার আঘাতে আহত হলেও অবস্থা সঙ্কটজনক নয়। বিবিসি,রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।