Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাস সিলিন্ডারে এক লাখ ইয়াবা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

গ্যাস সিলিন্ডারে ভরে কক্সবাজার থেকে চট্টগ্রাম আনার পথে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানার দোহাজারীতে শুক্রবার এ অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি প্রাইভেট কার আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার মো. রবিউল ইসলাম টুটুল (৩৬) পাবনা জেলার সাথিয়া থানার গোপিনাথপুর উত্তরপাড়ার সামছুল হকের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী সিটি সেন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার থেকে ইয়াবার এ চালানটি চট্টগ্রাম হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিলো। এর আগে ৩ ফেব্রুয়ারি আনোয়ারা থেকে এক লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই চালানটি সরাসরি সাগর পথে মিয়ানমার থেকে চট্টগ্রাম আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস-সিলিন্ডার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ