Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক চুরি

৫০ লাখ টাকার মালামাল খোয়া

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ১২:০৫ এএম

আড়াইহাজারে গ্যাসসিলিন্ডার বোঝাই একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। মালিক পক্ষের দাবি, এতে ৫০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। বুধবার রাতে আড়াইহাজার পৌরসভার কৃঞ্চপুরা এলাকায় সংযমী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম দুলাল জানান, প্রতিদিন গ্যাসসিলিন্ডার বিভিন্ন এলাকায় সরবরাহ করে প্রতিষ্ঠানের সামনেই গাড়ি রাখা হতো। বৃহস্পতিবার ভোরে গাড়ির কাছে এসে দেখতে পায় ঢাকা মেট্রো-ট-২০-১২২৬ নাম্বারের গাড়িটি নির্ধারিত স্থানে নেই।
ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় কে বা কারা গাড়িটি সিলিন্ডারসহ চুরি করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, গাড়িতে এলপি গ্যাস ভর্তি ১২ কেজি ওজনের ২৫০টি ও খালি ৩১০টি সিলিন্ডার রাখা ছিল। ট্রাক ও সিলিন্ডারের দাম ৫০ লাখ টাকা বলে মালিক জানান।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। এস আই আশাদ তালুকদার ও গাজী শামীমকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস-সিলিন্ডার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ