মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর কারবালার কাছে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ইরাকি পুলিশ কর্তৃপক্ষ গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে রোববার দিনের শেষভাগে এই হামলার ঘটনা ঘটে। কারবালা শহরটি শিয়া মুসলিম সম্প্রদায় অধ্যুষিত। এর আগে গেল মাসের প্রথমদিকে দেশটির রাজধানী বাগদাদে ইসলামিক স্টেটের (আইএস) জোড়া বোমা হামলায় দেড়শতাধিক মানুষ নিহত হয়েছেন। ইন্টারনেটে আইএসের সমর্থকদের প্রচার করা একটি বিবৃতিতে বাগদাদের কারাদায় চালানো ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।
ইরাকের নিরাপত্তা বাহিনী আইএস জঙ্গিদের দখল থেকে ফাল্লুজা শহর পুনরুদ্ধার করার এক সপ্তাহ পর ওই হামলা চালায়। ফাল্লুজার ঘাঁটি থেকে আইএস জিহাদিরা বাগদাদে বোমা হামলা চালাত বলে জানিয়েছিল ইরাকি কর্তৃপক্ষ। ইরাকে ও সিরিয়ায় সরকারি বাহিনী ও যুক্তরাষ্ট্রসমর্থিত বিদ্রোহীদের অভিযানের মুখে চাপের মধ্যে আছে আইএস। তবে চাপের মধ্যে থাকলেও গোষ্ঠীটি এখনো দেশ দুটির বিশাল এলাকা দখল করে রেখেছে। গোষ্ঠীটির দখলকৃত এলাকাগুলোর মধ্যে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলও আছে। সাবেক সেনা কর্মকর্তা ও বাগদাদের নিরাপত্তা বিশ্লেষক জসিম আল-বাহাদলি রয়টার্সকে তখন বলেছিলেন, শুধুমাত্র একটি এলাকা থেকে বোমা হামলা পরিচালিত হতো, এমন চিন্তা করা সরকারের ভুল ছিল। বরং ‘স্লিপার সেল’ সব জায়গায় ছড়িয়ে আছে এবং তারা স্বাধীনভাবেই হামলা পরিচালনা করছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।