Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লটারি পদ্ধতিতেই ভিসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

জো বাইডেন প্রশাসন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের এইচওয়ান-বি ভিসানীতি এখনই কার্যকর করা হচ্ছে না। এতে করে দেশটির সংস্থাগুলোয় চাকরি প্রত্যাশী প্রার্থীদের ভিসা পাওয়ার পথ অনেক সহজ হবে। শুক্রবার ইয়াহু নিউজ এক প্রতিবেদনে তুলে ধরেছে এসব তথ্য। এর আগে বৃহস্পতিবার বাইডেন প্রশাসনের অভিবাসন দপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রে ওয়ার্কিং ভিসা পাওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনেরে জারি করা নীতি আপাতত কার্যকর হচ্ছে না। এতে আগের সেই লটারি ব্যবস্থায় ভিসা অনুমোদন পদ্ধতি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকছে। অভিবাসন দপ্তর এই সময়ে তাদের ভিসা অনুমোদন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ার যাবতীয় সব সংস্কার ও পরিমার্জন করবে। এছাড়াও এইচওয়ান-বি ভিসানীতি আগের থেকে সহজ করা হবে এবং যোগ্য প্রার্থী নির্বাচনের ব্যবস্থা করা হবে। এদিকে ট্রাম্প প্রশাসনের ভিসানীতি বহাল থাকলে আগামী ৯ মার্চ থেকে তা কার্যকর হতো। কিন্তু তা বহাল থাকছে না এখন। গত ৭ জানুয়ারি দেশটির নাগরিকত্ব প্রদান এবং অভিবাসন পরিষেবা দপ্তর থেকে জানানো হয়, লটারি প্রক্রিয়া ভিসা ব্যবস্থা বন্ধ করবে তারা। এর পরিবর্তে পেশাগত যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দেয়া হবে। এই ভিসা ব্যবস্থার সংস্কার ও পরিমার্জনের জন্য সময়ও চায় তারা। এ কারণে আপাতত এই পদ্ধতি চালু হচ্ছে না। ইয়াহু নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লটারি-পদ্ধতিতেই-ভিসা

৭ ফেব্রুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ