পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড। ছুটি দিনে ফাঁকা সড়কে কে কার আগে যাবে, যাত্রী তুলবে এমন প্রতিযোগিতায় বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের দু’টি বাস। একপর্যায়ে বোরাক পরিবহনের বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় হঠাৎ হোমনা সুপার সার্ভিসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক পরিবহনের বাসের পেছন দিকে ধাক্কা দেয়। এতে রাস্তা পারাপারের জন্য বোরাক পরিবহনের পেছনে থাকা তিন পথচারী গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রামে ৩, খুলনা, সীতাকু-, রংপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও কালীগঞ্জে একজন করে। আহত হয়েছেন ১০ জন।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল তিন পথচারীর। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবু বকর সিদ্দিক (২০)। তিনি কাঁচপুর রায়ের চেক এলাকার ফজল করিমের ছেলে। ওহিদুল (৩২)। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ও সজিব সরকার (২৮)। তিনি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে। ওহিদুল ও সজিব সরকার কাঁচপুর এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা বোরাক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিস (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) সোনারগাঁওয়ের কাঁচপুর ওভারব্রিজের সামনে প্রতিযোগিতা শুরু করে। এতে রাস্তা পারাপারের সময় তিন পথচারী গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এলাকাবাসী দুই বাসকে জব্দ করে করে। তবে বাসের চালক ও হেলপার এ সময় পালিয়ে যান। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহে মোটরসাইকেলে প্রাণ গেল রাকিবুল হাসান (২৪) নামের এক কলেজছাত্রের। গতকাল বিকাল কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র রাকিবুল হাসান পৌর এলাকার কলেজ পাড়ার আবু বক্কর মন্ডলের ছেলে। তিনি আব্দুর রাজ্জাক কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানান, কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে কৃষি অফিস এলাকায় যাচ্ছিল কলেজছাত্র রাকিবুল হাসান। ওই অফিসের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ধাক্কা খান রাকিবুল। সে সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম : নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুলে বালিবাহী ডাম্পার ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত এবং চার জন আহত হয়েছেন। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বহদ্দারহাট-শাহআমানত কর্ণফুলী সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. অহিদ মিয়া (৫৫), যাত্রী মো. শহীদ মাঝি (৬২) ও মো. আব্দুল মান্নান(৪০)। হতাহত অটোরিকশা যাত্রীরা শ্রমিক। বাকলিয়ায় কাজ শেষে তারা চকবাজারের বাসায় ফিরছিলেন।
পুলিশ জানায়, সিএনজি অটোরিকশাকে বালিবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে সাতজন গুরুতর আহত হন। চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে মো. অহিদ মিয়া অটোরিকশা চালক ও বাকি দুইজন শ্রমিক। আহত চারজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারি পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।
রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিবহন শ্রমিক নেতা কেএম শাহীন (৫০) চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মারা গেছেন। নিহত কেএম শাহীন ঝলমলিয়া গ্রামের দুলাল দারোগার ছেলে ও রাজশাহী জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে কে এম শাহীন পুঠিয়ায় তার ব্যক্তিগত কাজ শেষ করে ভ্যান যোগে বাড়ি ফিরছিল। পথে ঝলমলিয়া বাজারের নিকট আসামাত্র নাটোর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহি বাস ওই ভ্যানকে সজরে ধাক্কা দেয়। এতে করে ভ্যান চালকসহ যাত্রী শাহীন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সানজামুল ইসলাম শান্ত (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শান্ত চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চররুহিতা গ্রামের নবীগঞ্জ বাজার এলাকার সুলতান আহম্মদ হাওলাদার বাড়ির সউদী প্রবাসী আবুল বাশারের একমাত্র ছেলে। পার্শ্ববর্তী নোয়াখালী জেলার একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়তো সে।
খুলনা : খুলনার সড়ক দুর্ঘটনায় পঞ্চানন গোলদার (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষক মটর সাইকেলের আরোহী ছিলেন। গত বৃহস্পতিবার রাতে খুলনার হরিণটানা থানার অদূরে সিটি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পঞ্চানন গোলদার খুলনার ডুমুরিয়ার ধানিবুনিয়া গ্রামের বাসিন্দা পাগল গোলদারের পুত্র। তিনি ডুমুরিয়ার শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজের শিক্ষক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে পঞ্চানন গোলদার মোটরসাইকেল যোগে কৈয়া বাজার থেকে খুলনার উদ্দেশ্য আসছিলেন। পথিমধ্যে হরিনটানা থানার জিরোপয়েন্ট এলাকায় কামরুলের দোকানের সামনে পৌঁছালে দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার একটি হাত ভেঙে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে এসে সার্জারি বিভাগে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে মারা যান তিনি।
রংপুর : রংপুরের পীরগঞ্জে বালু বহনকারী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুবেল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে চারলেনের সড়ক নির্মাণে কাজ করা চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠান সিএসসিইসি-৭ এর নিরাপত্তা কর্মী। গতকাল সকালে রংপুরের পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল উপজেলার কানঞ্চগাড়ী গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে।
সীতাকু- (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- উপজেলার ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত শ্রী নিপন চাকমা (৪৭) ফেনী জেলা পুলিশ লাইনে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাঙ্গামাটি জেলার কাউখালী থানার উল্টা রাঙ্গীপাড়া কমলগতির নিরোধ রঞ্জন চাকমার ছেলে। এ ঘটনায় পুলিশ ট্রাকচালক মো. বাবলু (২১) ও হেলপার মো. রাজুকে (২৭) আটক করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।