Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে ২১ জন পাচ্ছেন একুশে পদক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫১ এএম | আপডেট : ১০:৪৯ এএম, ৫ ফেব্রুয়ারি, ২০২১

দেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২১ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম নিম্নে উল্লেখ করা হলো।

১. মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন তিনি।

২. মরহুম শামছুল হক। ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন তিনি।

৩. মরহুম আফসার উদ্দীন আহমেদ (অ্যাডভোকেট)। তিনি ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।

৪. বেগম পাপিয়া সারোয়ার। তিনি শিল্পকলায় (সংগীত) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

৫. রাইসুল ইসলাম আসাদ। তিনি শিল্পকলায় (অভিনয়) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

৬. সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম)। তিনি শিল্পকলায় (অভিনয়) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

৭. আহমেদ ইকবাল হায়দার। তিনি শিল্পকলায় (নাটক) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

৮. সৈয়দ সালাউদ্দীন জাকী। তিনি শিল্পকলায় (চলচ্চিত্র) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

৯. ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। তিনি শিল্পকলায় (আবৃত্তি) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

১০. পাভেল রহমান। তিনি শিল্পকলায় (আলোকচিত্র) অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

১১. গোলাম হাসনায়েন। তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

১২. ফজলুর রহমান খান ফারুক। তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

১৩. বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা। তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।

১৪. অজয় দাশগুপ্ত। তিনি সাংবাদিকতায় অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

১৫. অধ্যাপক ড. সমীর কুমার সাহা। তিনি গবেষণায় অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

১৬. বেগম মাহফুজা খানম। তিনি শিক্ষায় অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

১৭. ড. মির্জা আব্দুল জলিল। তিনি অর্থনীতিতে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

১৮. প্রফেসর কাজী কামরুজ্জামান। তিনি সমাজসেবায় অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

১৯. কবি কাজী রোজী। তিনি ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

২০. বুলবুল চৌধুরী। তিনি ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।

২১. গোলাম মুরশিদ। তিনি ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য এ সম্মাননা পাচ্ছেন।



 

Show all comments
  • Sayed,+Freedom+Fighter ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪২ এএম says : 0
    What is their contribution ? Lobby?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদক

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ