পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নড়াইলের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুই বছরের সাজার রায়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির সভাপতি প্রফেসর ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই সম্পূর্ণ মনগড়া ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত সাজানো মামলায় তার বিরুদ্ধে এই রায়।
তারা বলেন, বাংলাদেশের মানুষ এখন ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেতে তারেক রহমানের অপেক্ষায়। পরিছন্ন রাজনীতির এই নেতাকে বিতর্কিত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে গুলি ছুঁড়ছে। ড্যাব নেতৃদ্বয় বলেন, জালেম সরকার ক্ষমতায় থেকে দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। বিচার বিভাগ আইনশৃঙ্খলা প্রশাসন সবখানে অগণতান্ত্রিক চর্চা চলছে। তারেক রহমানের বিরুদ্ধে এ রায় বিচিছন্ন কোনো ঘটনা নয়, এটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলায় মিথ্যা রায় দেওয়া রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। তারা সকলকে এই যড়যন্ত্রমূলক মিথ্যা রায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। ড্যাব নেতৃবৃন্দ দীঢ় প্রত্যায় ব্যাক্ত করে বলেন জনগণ আওয়ামী ফ্যাসিবাদের এই অপকৌশল প্রতিহত করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।