মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী-অধ্যুষিত মির আলী এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে চারজন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। ডনের আজ বৃহস্পতিবারের খবরে জানানো হয়, আইএসপিআর গতকাল বুধবার বলেছে, নিরাপত্তা বাহিনী মির আলী চত্বরে সন্ত্রাসীদের অবস্থান করতে দেখেছে। নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলার পর সন্ত্রাসীরা গুলি চালায়। গুলি বিনিময়ের সময় চার সন্ত্রাসী নিহত হন।
আইএসপিআর আরও বলছে, ওই সন্ত্রাসীরা মুক্তিপণের জন্য অপহরণ, চাঁদাবাজি, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান ও আইইডি বিস্ফোরণে জড়িত।
অভিযান চলাকালে চিত্রল এলাকার বাসিন্দা নায়েব সুবেদার আমিন উল্লাহ (৪২) ও লান্দি কোটাল এলাকার সিপাহি শের জামিন (২৪) নিহত হয়েছেন। আরও চার সেনা আহত হয়েছেন। সূত্র : ডন ডট কম অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।