Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে মোবাইল প্রতীকে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আবারো নির্বাচনী মাঠে

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৩ পিএম

আসছে আগামী ১৪ ফেব্রুয়ারী ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচন। নির্বাচনে প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি প্রচার প্রচারণায় সরগরম পৌর সভার নির্বাচনী মাঠ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠছে গোটা পৌর এলাকা। সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ, সাজসাজ রব। হাট-বাজার, রাস্তার মোড়,পাড়া- মহল্লায় সর্বত্রই ঝুলছে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোষ্টার ।পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা পৌর শহর চলছে মাইকিং ও মিছিল।

তারুণ্যের প্রথম ভোট "উন্নয়নের স্বার্থে হোক, শান্তির পক্ষে হোক" এ শ্লোগানকে সামনে নিয়ে

ফুলপুরে পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এম এইচ ইউসুফ আবারো নির্বাচনী মাঠে নেমেছেন। ঋণ খেলাপির কারণে যখন বাছাইয়ে বাদ পড়লেন এমনকি প্রতীক বরাদ্ধের দিনও পেলেন না কোন প্রতীক। অবশেষে আপীলে প্রার্থিতা ফিরে পেয়ে হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে সদর্পে এম এইচ ইউসুফ এসে দাঁড়ালেন মোবাইল নিয়ে। বুধবার বিকালে বড় মিছিল নিয়ে মাইকে মনকাড়া গান বাজিয়ে দিব্যি রাজপথ দখল করে হাত নাড়িয়ে হাঁটছেন ইউসুফ। মোবাইল প্রতীকের বিশাল মিছিল নিয়ে ফুলপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারুণ্যের প্রতীক, গরিব দুঃখী মানুষের বন্ধু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এম এইচ ইউসুফ মোবাইল মার্কায় ভোট চান। তিনি ফুলপুর পৌরসভার জনগণের সেবা করার সুযোগ চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ