Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি

জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার এক সভায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং ইবতেদায়ী মাদরাসাসমূহকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মত সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানানো হয়েছে। গতকাল ‘মাদরাসা শিক্ষার সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক এ মতবিনিময় সভা নগরীর মুরাদপুরস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আল্লামা প্রিন্সিপাল মুহাম্মদ মোক্তার আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়র সহ-সভাপতি জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। বক্তাগণ মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা দ্রুত সমাধানের দাবি জানান। তারা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত পৌঁছে দিতে সরকারের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃত্বে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এতে বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম মহানগর সভাপতি প্রিন্সিপাল কাযী আবুল বয়ান হশেমী, মহানগর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইসমাইল নোমানী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, জমিয়াতুল মোদার্রেছীন নেতা প্রিন্সিপাল কাজী আনোয়ারুল ইসলাম খান, প্রিন্সিপাল আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, হাফেজ আবু জাফর সিদ্দিকী, প্রিন্সিপাল কারী আবু তৈয়ব, প্রিন্সিপাল গিয়াস উদ্দিন, প্রিন্সিপাল লোকমান হোসাইন, সৈয়দ হাফেজ আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরি-জাতীয়করণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ