Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে নিখোঁজের পরদিন বৃদ্ধার লাশ উদ্ধার, নাতি আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৫১ পিএম

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার পরদিন আছিয়া খাতুন নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের শরীরে থাকা স্বর্ণালঙ্কার খোয়া যায়। বুধবার উপজেলার সিংরইল ইউনিয়নের ঢাকিপাড়া গ্রামে নালার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের নাতি মমিন মিয়া(২২) নামে একজনকে আটক করেছে পুলিশ ।

জানা যায়, উপজেলার টাকিপাড়া গ্রামের মৃত রিয়াছত আলীর স্ত্রী আছিয়া খাতুন। তাঁর তিন মেয়ে ও চার ছেলে। সবার বড় ও তৃতীয় ছেলেকে নিয়ে তিনি বসবাস করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মুরগি খোঁজতে বাড়ি থেকে বের হন আছিয়া। দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি ফেরেনি। রাতেই পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে কোথাও পায়নি। বুধবার বাড়ির পাশে একটি নালায় মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে জানা যায় নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে ভারি কোনো বস্তু দিয়ে কেউ থাকে আঘাত করতে পারে।

এ দিকে পরিবারের লোকজন জানায়,এক ছেলে গত প্রায় ৫ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছে এক ছেলে। সেখান থেকেই মায়ের জন্য সোনার চেইন ও কানের দুল পাঠায় ছেলে। তা বৃদ্ধার পড়নেই ছিল। বাড়িতে অবস্থান করা নিহতের ছেলে সিরাজ মিয়া জানান,তাঁর মায়ের গলায় ও কানে যে গহনা ছিল তা ছিল দামি। লাশ পাওয়া গেলেও পাওয়া যায়নি স্বর্ণালঙ্কার। ধারনা করা হচ্ছে কেউ হয়তো এগুলি ছিনিয়ে নিতেই এ ধরনের হত্যাকান্ড ঘটাতে পারে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ বলেন,ঘটনাটি রহস্যজনক। তবে সবদিক দিয়েই তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের নাতিকে থানায় আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ