Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সফর নিয়ে ভাবছেন প্লাঙ্কেট

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত বৃহস্পতিবার ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে দিয়েছেন গ্রীন সিগন্যাল। বাংলাদেশ ঘুরে আসা ইসিবি’র প্রধান নিরাপত্তা উপদেস্টা রেগ ডিকাসনের রিপোর্টে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তার কথা থাকায় যথাসময়ে বাংলাদেশ সফরে দল পাঠাতে চায় ইসিবি। এমনকি পূর্ন শক্তির ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে আশা প্রকাশ করেছেন স্ট্রাউস। তবে গত বৃহস্পতিবারের সভার পর অ্যালিস্টার কুক সন্তানসম্ভাবা স্ত্রী’র পাশে থাকতে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন। অন্যদিকে ইনজুরির কারনে স্টুয়ার্ট ব্রড ও এন্ডারসনকে বিশ্রাম দিয়েছে ইসিবি। বাংলাদেশ সফরের ব্যাপারে খেলোয়াড়দের মতামত নিতে চায় ইসিবি, জোস বাটলার তাই বাংলাদেশ সফর নিয়ে ভাবছেন বলে জানিয়েছেন মিডিয়ায়। গতকাল পেস অল রাউন্ডার প্লাঙ্কেট ও বাংলাদেশ সফরে তার অনিশ্চয়তার আভাস দিয়েছেনÑ‘ সভায় যা হয়েছে, তা আমরা সবাই হজম করেছি। চলমান সিরিজ শেষে এ নিয়ে আমাকে আরো ভাবতে হবে। আমাকে আরো কিছু মানুষের সঙ্গে কথা বলতে হবে। তবে রেগের উপর (ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন) ও তার কথায় আমার আস্থা আছে।’
বাংলাদেশ সফরে নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের সঙ্গে কথা বলতে চান প্লাঙ্কেটÑ ‘পত্রিকা খুললেই দেখা যায় গোটা বিশ্বেই এখন নানা সমস্যা। তাই এই সিরিজটি শেষ হলে পরিবারের সঙ্গে কথা বলতে চাই। আরো বেশ কিছু চিন্তা করে সিদ্ধান্তে উপনীত হতে চাই।’ বাংলাদেশ তার জন্য নুতন নয়, ২০১০ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন প্লাঙ্কেট। সিদ্ধান্তের ক্ষেত্রে ওই সফরটিও বিবেচনায় আনবেন বলে জানিয়েছেন এই পেস অল রাউন্ডারÑ‘ বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আমার জানা আছে, জানি সেটা কেমন। উপমহাদেশে আমি অনেকবারই গিয়েছি। আমার তাই আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে। এরপর বিবেচনা করে সিদ্ধান্ত নিব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ সফর নিয়ে ভাবছেন প্লাঙ্কেট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ