Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার তারুন্দিয়া গ্রামে ওই ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তারুন্দিয়া গ্রামের সেচ মেশিন ম্যানেজার আবুল হোসেন (৫৫) ক্ষেতে পানি সেচ দেওয়া শুরু করেন। এসময় একই গ্রামের মৃত ইছব আলীর পুত্র মোহাম্মদ আলী, মমতাজ আলী ও আব্দুল কুদ্দুসের ক্ষেতে পানি দেওয়া বন্ধ রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিন ভাই সেচ মেশিন ম্যানেজার হোসেন আলীর উপর হামলা চালায়। এসময় মেশিন ম্যানেজার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে পরিবারের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ