নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাঁচ ম্যাচ পর গত বৃহস্পতিবার টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল লিভারপুল। তবে গতপরশু রাতে অনেকটাই ছন্দহীন ফুটবলে শুরু করে অল রেডরা। চোটের কারণে দলে ছিলেন না সাদিও মানে, একাদশের বাইরে ছিলেন রবের্তো ফিরমিনো। আর তাতে প্রথমার্ধে ছন্দহীন লিভারপুলকে স্বরূপে দেখা গেল বিরতির পর। আক্রমণভাগে মোহামেদ সালাহর সঙ্গী ছিলেন জেরদান শাচিরি ও দিভোক ওরিগি। তাদের বোঝাপড়া কিছুটা দেরীতে হলেও অবশেষে মিলেছে সাফল্য। সালাহর জোড়া গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে তাদেরই মাঠে হারাল ইয়ুর্গেন ক্লপের দল। গতপরশু রাতে লন্ডন স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে তাদের অন্য গোলটি করেন জর্জিনিয়ো ভেইনালডাম। ওয়েস্ট হ্যামের একমাত্র গোলটি ক্রেইগ ডসনের।
টানা দুই জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যানফিল্ডের দলটি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ১১ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৪০। চার ম্যাচ পর হারের তেতো স্বাদ পাওয়া ওয়েস্ট হ্যাম ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচে। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা সিটির পয়েন্ট ২০ ম্যাচে ৪৪।
একই রাতে প্রচন্ড বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া চেলসি আরেকটি কাক্সিক্ষত জয় পেয়েছে। দুই অর্ধের দুই গোলে বার্নলিকে হারিয়েছে অল ব্লুজরা। স্ট্যামফোর্ড ব্রিজে লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। চেলসির হয়ে জার্মান এই কোচের এটিই প্রথম জয়। সেসার আসপিলিকুয়েতার গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মার্কোস আলোনসো।
আসরে আগের নয় ম্যাচের সাতটিতেই পয়েন্ট হারিয়েছিল চেলসি, দুই ড্র ও পাঁচ হার। টুখেলের কোচিংয়ে গত বুধবার প্রথম খেলতে নেমে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ঘরের মাঠে গোলশ‚ন্য ড্র করে সবশেষ ২০১৬-১৭ মৌসুমে লিগ শিরোপা জেতা দলটি। দুই ম্যাচ পর জয়ের দেখা পেল চেলসি। ২১ ম্যাচে আসরে এটি তাদের নবম জয়। সঙ্গে ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে আট নম্বরে এভারটন, তবে দুই ম্যাচ কম খেলেছে তারা।
এদিকে, শুরুতে পিছিয়ে পড়া পিএসজি ঘুরে দাঁড়াল নেইমারের জোড়া পোনাল্টি গোলে। কিন্তু লরিয়েঁর মাঠে মলিন পারফরম্যান্সের মাশুল ঠিকই দিতে হলো মাওরিসিও পচেত্তিনোর দলকে। পরে আরও দুই গোল খেয়ে হেরে ফিরেছে চ্যাম্পিয়নরা। গতপরশু রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলে হারে পিএসজি। গত ডিসেম্বরে অলিম্পিক লিওঁর কাছে হারের পর লিগে এই প্রথম হারল দলটি।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে লিগে টানা সাত ম্যাচ অপরাজিত থাকা পিএসজি আধিপত্য করলেও আক্রমণে এগিয়ে ছিল লরিয়ঁ। গোলের উদ্দেশে নেওয়া পাঁচ শটের একটি লক্ষ্যে রাখতে পারে সফরকারীরা। ১০ শটের ৩টি লরিয়ঁ। লরাঁ আবেরগেলের গোলে এগিয়ে যাবার পরই জোড়া পেনাল্টি থেকে নেইমারের গোলে পিএসজির এগিয়ে যাওয়া। শেষ ১০ মিনিটে ইয়োন ও তেরেম মোফির গোলে হার নিশ্চিত হয় আসরের সফলতম দলটির।
লিগে পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া পিএসজি ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। পঞ্চম জয় পাওয়া লরিয়ঁ ১৮ পয়েন্ট নিয়ে আছে অষ্টাদশ স্থানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।