Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা সীমান্তে ১ কোটি ৮৮ লাখ টাকার ডায়মন্ডের আংটিসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৫৯ পিএম | আপডেট : ৮:৩১ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২১

ভারত থেকে অবৈধভাবে দেশে আনার পথে সাতক্ষীরা সীমান্তে ১৪৮টি ডায়মন্ডের আংটিসহ রেবেকা বেগম (৪২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সদর উপজেলার ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. ওয়াহিদ হোসেন এর নেতৃত্বে ভোমরার লক্ষীদাড়ী বেড়িবাধেঁর উপর বেলালের বাড়ির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪৮টি (বড় ৫৪টি ও ছোট ৯৪টি) ডায়মন্ডের আংটিসহ লক্ষীদাড়ী গ্রামের সাহেব আলীর স্ত্রী রেবেকা বেগমকে আটক করা হয়।
আটক ডায়মন্ডের আংটির মূল্য ১ কোটি ৮৮ লক্ষ ৬০ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ও পলাতক আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র জানায়, রেবেকা বেগম এ সকল মূল্যবান দ্রব্যাদি অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এনে তার স্বামী মোঃ সাহেব আলীর সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করে। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ