মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেছেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি অ্যালবাম প্রকাশের জন্য কাজ করছেন। এ জন্য ১৯৭৪ সালে পাকিস্তান সফরের সময় তোলা বঙ্গবন্ধুর ছবিগুলো সংগ্রহ করা হচ্ছে।
সোমবার রাজধানীর কসমস সেন্টারে চলমান ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্টরি’ শীর্ষক দুই মাসব্যাপী চিত্র প্রদর্শনী পরিদর্শনে যেয়ে রাষ্ট্রদূত এই কথা বলেন। তিনি জানান, ‘আমি একটি অ্যালবাম তৈরির জন্য সবগুলো ছবি সংগ্রহ করার চেষ্টা করছি। এটি আমাদের দুই দেশের জন্য ঐতিহাসিক একটি দলিলের অংশ হবে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে লাহোরে ওআইসির শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন। তারপরে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একই বছরের ২৭ থেকে ২৯ জুন বাংলাদেশ সফর করেছিলেন। হাই কমিশনার জানান, ওই সময় বেশ কয়েকটি ছবি তোলা হয়েছিল এবং সেই ছবিগুলি সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, ‘ওই ছবিগুলো কেবল ইতিহাস নয়; যা ঘটে গেছে তার বাস্তব প্রমাণ। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক অনুভূতি ও সদিচ্ছা প্রকাশ পাবে।’ সূত্র: ইউএনবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।