বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক সহ ৯টি পদে জামায়াত-বিএনপি সমর্থিত আর সভাপতি সহ ৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী বিজয়ী হয়েছেন। রবিবার রাতে ভোটের এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার অ্যাডভোকেট মোঃ আশরাফুল আরেফিন চৌধুরী।
ফলাফল অনুযায়ী সভাপতি পদে সাবেক পিপি এ্যাডভোকেট মমতাজুল হক (আওয়ামী লীগ),সহ-সভাপতি আহজারুল ইসলাম (আওয়ামী লীগ), সাধারণ সম্পাদক পদে আল ফারুক আব্দুল লতিফ ( জামায়াত),সহ-সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী (বিএনপি),কোষাধ্যক্ষ এটিএম ফেরদৌস আলম(বিএনপি),ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান আযাদ (জামায়াত),লাইব্রেরিয়ান সম্পাদক গোলাম মোস্তফা সজিব(বিএনপি) নির্বাচিত হন। নির্বাচিত কার্যনির্বাহী ৭জন সদস্য হলেন মামুনুর রশিদ পাটোয়ারী (জামায়াত), মোজাক্কির বিন মর্তুজা দুর্লভ চৌধুরী (আওয়ামী লীগ),মালা জেসমিন (বিএনপি),আফতাবুজ্জামান বিপ্লব(আওয়ামী লীগ),জুলফিকার আলী ভূট্ট (জামায়াত),আল বরকত হোসেন (আওয়ামী লীগ) ও আকবর হোসেন (জামায়াত)।
সমিতির ১৮১ জন ভোটারের মধ্যে ১৭০ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারে আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৩০ জন আইনজীবী প্রার্থী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।