মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সান সু চিকে আটক করার পরে বেইজিং সোমবার দেশটির সমস্ত পক্ষকে আলোচনার মাধ্যমে ‘তাদের মতপার্থক্যের সমাধানের’ আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘চীন মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং আশাবাদী যে, মিয়ানমারের বিভিন্ন দল রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্য সাংবিধানিক ও আইনী কাঠামোর আওতায় তাদের মতপার্থক্য যথাযথভাবে সমাধান করবে।’ ওয়াং বলেন, চীন প্রতিবেশী দেশ হিসাবে মিয়ানমারের পরিস্থিতির দিকে গভীরভাবে দৃষ্টি রেখেছে।’
সেনাবাহিনী মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং এই অভ্যুত্থানটি দেশে এক দশকের বেসামরিক শাসনের অবসান ঘটিয়েছে। সূত্র: হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।