Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের অভিযোগ পাকা স্থাপনা ভেঙ্গে দিলেন বিজিবি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ এএম

আন্তর্জাতিক আইন অমান্য করে বাড়ী নির্মাণ করায় বিএসএফের অভিযোগের প্রেক্ষিতে নির্মাণাধীন বাড়ীঘরের পাকা স্থাপনা ভেঙ্গে দিয়েছে বিজিবি। এ ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী খলিশাকোটাল এলাকায়।

বিবিজি জানায় ,উপজেলার খলিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার নং- ৯৩৫ এর ২ এস পিলারের ৫০ গজের ভেতর ওই এলাকার মৃত নূরল মাস্টারের ছেলে সিরাজুল হক প্রায় তিন বছর পূর্বে একটি আধাপাকা ইট দিয়ে বাড়ী নির্মাণ করেন। বিষয়টি বিএসএফের নজরে আসলে শিমুলবাড়ী বিজিবির কোম্পানীকে লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে দুপুর ১২ টার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ তদন্ত করে নির্মাণাধীন আধাপাকা বাড়ীটির একাংশ ভেঙ্গে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে একই এলাকার আরো ৬ জন পড়েছেন । তাদেরকে ও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ঘর নির্মান করায় মোস্তফা কামাল মোজাম্মেল হক, মোজাফ্ফর আলী, আল আমিন মিয়া , আনওয়ারুল হকও শহিদুল ইসলমকে মৌখিক নোটিশ দেন বিজিবি। তারা বাড়ী নির্মাণ করলে তাদেরকেও জিরো লাইন থেকে বাড়ী ভেঙ্গে ফেলার তাগিদ দেয়।
বাড়ীর মালিক সিরাজুল হক জানান, আমরা গরীব মানুষ। জমিজমা নেই। সামান্য জমিতে কষ্ট করে বাড়ীঘর নির্মাণ করেছি। সেটা ভেঙ্গে দেওয়া হলো। ক্ষতি হলো অনেক।
মোস্তফা কামাল জানান, ১৫ /২০ বছর ধরে আধা পাকা ঘর করে বসবাস করছি । তখন কেউ আমাদের বাড়ীঘর ভাঙ্গতে বলে নাই। সীমান্তে আমরা দু’দেশের মানুষজন একই মহল্লায় বসবাস করছি। বাড়ীঘর ভেঙ্গে দিলে আমরা যাবো কোথায় ?
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সীমান্তবর্তি ৯ নং ওয়ার্ড সদস্য এরশাদুল হক জানান, বিজিবি’র উপস্থিতিতে বাড়ীটির কিছু অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে। বাকীদেরকে সড়িয়ে নেয়ার জন্য মৌখিক বলা হয়েছে।
১৫ বিজিবি লালমনিরহাট শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল হক জানান, বিএসএফের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে জিরো লাইনে বাড়ীঘর নির্মাণ করায় কিছু অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ