নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে কুমিল্লায় আজ দুই স্বাগতিক বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের লড়াই। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নিজ হোম ভেন্যুতে পরস্পরের মোকাবেলা করবে তারা। খেলা শুরু হবে বেলা তিনটায়।
এ লড়াইয়ে পরীক্ষা দিতে হবে ঐতিহ্যবাহী মোহামেডানকেই। কারণ শক্তির বিচারে মোহামেডানের চেয়ে অনেক এগিয়ে বসুন্ধরা কিংস। জাতীয় দলের নির্ভরযোগ্য বেশ ক’জন ফুটবলার ছাড়াও বসুন্ধরায় রয়েছে ভালো মানের বিদেশী খেলোয়াড়। বিশেষ করে তাদের দুই ব্রাজিলিয়ান ও এক আর্জেন্টাইন ইতোমধ্যে সবার নজড় করেছেন। লিগে দূর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ঘরোয়া ফুটবলের গত মৌসুম বাতিল হলেও ২০১৮-১৯ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন তারা। এবারেরটা নিয়ে টানা দু’বারের ফেডারশন কাপ শিরোপা জয়ী দলও বসুন্ধরা। বিপিএলের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে যেন বদ্ধপরিকর দলটি। অন্তত তাদের খেলায় সেটাই প্রমাণ করে। ইতোমধ্যে চার ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে বসুন্ধরা কিংসের নাম। তাদের লক্ষ্য লিগে জয়ের ধারা অব্যহত রাখা। তাই তো মোহামেডান ম্যাচের আগে গতকাল বসুন্ধরার অধিনায়ক তপু বর্মণ বলেন,‘আমরা জয়ের ধারা অব্যহত রাখতে চাই। আমাদের প্রধান লক্ষ্য লিগ শিরোপা জেতা। লক্ষ্যপূরণে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাচ্ছি আমরা। মোহামেডানের বিপক্ষে আগামীকাল (আজ) নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেতেই মাঠে নামবে বসুন্ধরা। আশাকরি জয় নিয়েই মাঠ ছাড়তে পারবো।’
অন্যদিকে মোহামেডান এবার তারুণ্য নির্ভর একটি দল। স্থানীয় তরুণ ফুটবলারদের পাশাপাশি তাদের বিদেশী সংগ্রহও খারাপ নয়। বিশেষ করে
সাদাকালোদের জাপানী অধিনায়ক মিডফিল্ডার উরি নাগাতা ও মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে রয়েছেন ফর্মের তুঙ্গে। সর্বশেষ ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে দুই গোল করেছিলেন সুলেমানে দিয়াবাতেই। তবে প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৩-০ গোলের জয় পেলেও পরের দু’ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেলের বিপেক্ষে অনেকটা অনুজ্জ্বল ছিলো মোহামেডান। অবশ্য নিজেদের চতুর্থ ম্যাচে চিরপ্রতিদ্বন্বদ্বী ঢাকা আবাহনীর বিপক্ষে ২-২ ব্যবধানের ড্র মোহামেডানকে আজকের ম্যাচে ভালো করতে উজ্জীবিত করবে। গত বৃহস্পতিবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে নাস্তানাবুদ করলেও ম্যাচ জিততে পারেনি মোহামেডান। যে আফসোসে এখনও পুড়ছেন মোহামেডান সমর্থকরা। দুই দুইবার পিছিয়ে তারা ড্র করেছে। ম্যাচের শেষ দিকে আবাহনীর অবস্থা হয়েছিল ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’র মতো। সময় থাকলে হয়তো ড্রয়ের বদলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত মোহামেডান। লিগে এখন পর্যন্ত চার ম্যাচে একটি করে জয় ও হার এবং দুই ড্রতে ৫ পয়েন্ট পেয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে তারা। তাদের লক্ষ্য পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকা। বসুন্ধরা পরীক্ষার আগে কাল মোহামেডানের জাপানী অধিনায়ক উরি নাগাতা বলেন, ‘আমরা ডে বাই ডে ভালো করছি। আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে সতীর্থরা যেমন ফুটবল খেলেছেন আগামীকাল (আজ) বসুন্ধরার বিপক্ষে তা খেলতে পারলে জয় আমাদেরই হবে। পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থেকে আমরাও শিরোপা লড়াইয়ে থাকতে চাই। অবশ্য এ জন্য বাকি ম্যাচগুলোতে ভালো করতে হবে আমাদের।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।