Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে সাড়ে ৬ লাখ মানুষের মৃত্যু হতে পারে : সমীক্ষা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ৭:০১ পিএম

বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ কোটি ৬০ লাখ মানুষ। জন হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। সেই হিসাবে শুধুমাত্র গত ৬৪ দিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৩০ লাখ মানুষ। চলতি ভয়াবহতার মাঝেই ওয়াশিংটন ইউনিভার্সিটির ইন্সটিটিউট ফর হেলথ ম্যাট্রিকস এন্ড ইভুলোয়েশন এক সমীক্ষা থেকে জানিয়েছে, আগামী মে মাসের ১ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৫৪ হাজার মানুষ মারা যেতে পারে। আর আক্রান্ত হতে পারে ৬ কোটি ২০ লাখ মানুষ।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে সংক্রমণের সংখ্যা ভয়াবহ আকারে বাড়ছে। খ্রিষ্টান সম্প্রদায়ের বড় দিনের উৎসবের কয়েক দিন পর দেশটির শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি সতর্ক করে বলেছিলেন, করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ অবস্থা সম্ভবত এখনো দেখা যায়নি।
এ ঘটনা এটিই মনে করিয়ে দিচ্ছে যে করোনা নিয়ে আতঙ্কের ২০২০ সাল পার করে এলেও নতুন বছরের শুরুতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। যুক্তরাষ্ট্রের কোনো কোনো অংশে এখনো এই মহামারি আগ্রাসী রূপে হানা দিচ্ছে। কেউ কেউ বলছেন, সামনে সবচেয়ে খারাপ সময় অপেক্ষা করছে।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সেটি বলেন, ‘আমরা এখনো কঠিনতম ও ঘোর অন্ধকারাচ্ছন্ন দিনগুলোর দিকেই এগিয়ে চলেছি।’ চলতি বছরের প্রথম মাসটি ছিল আরও বেদনাদায়ক। এই মাসে দেশটিতে করোনায় মারা গেছে ৯০ হাজার ৮০০ মানুষ।
যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়ানোর ক্ষমতা সম্পন্ন ইউকে ভ্যারিয়ান্ট ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪০০ জন। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, মার্চ পর্যন্ত এই ভ্যারিয়ান্ট যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। সূত্র : সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ