Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাতাল অবস্থায় বিমান চালানোয় স্কটল্যান্ডে ২ পাইলট গ্রেফতার

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দরে মাতাল অবস্থায় বিমান চালানোর দায়ে দুই পাইলটকে আটক করা হয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে তারা দ্বিতীয়বার একই অভিযোগে আটক হলেন। পুলিশ রোববার জানায়, এই দুই পাইলট মাতাল অবস্থায় ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান চালাতে যাচ্ছিলেন। বিমান নিয়ে তাদের নিউজার্সির নিউওয়ার্ক বিমানবন্দরে যাওয়ার কথা ছিলো। তার আগেই তাদের গ্রেফতার করা হয়। এদের বয়স ৩৫ ও ৪৫ বছর। তারা এখন স্কটল্যান্ড পুলিশের হেফাজতে আছে। সোমবার গ্লাসগোতে তাদের ব্যাপারে প্রথমিক শুনানি হবে। ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা যে বিমানটি চালাতে যাচ্ছিলেন, তাতে ক্রুসহ বিভিন্ন দেশের ১৪১ জন যাত্রী ছিলেন। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাতাল অবস্থায় বিমান চালানোয় স্কটল্যান্ডে ২ পাইলট গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ