মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর সিরিয়া থেকে আসা হুমকি নির্মূলে তুরস্কের বড় সাফল্য, সংঘর্ষের সময়৪০ বেসামরিক লোকের প্রাণহানি
ইনকিলাব ডেস্ক : তুর্কি বাহিনীর সহায়তায় সিরিয়া-সমর্থিত বিদ্রোহী যোদ্ধারা কুর্দি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে। উত্তর সিরিয়ায় কয়েকটি শহর এবং গ্রাম থেকে তারা কুর্দি বাহিনী বিতাড়িত করতে সক্ষম হয়। সিরিয়া সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের নির্মূলের এবং তাদেরকে ফোরাত নদীর পূর্ব তীরে হটিয়ে দেয়ার যে অঙ্গীকার করেছে আংকারা, তারই অংশ হিসেবে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের সহায়তা দিয়ে কুর্দিদের বিতাড়িত করা হলো। এভাবে সীমান্তের কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় সীমান্ত এলাকা থেকে জঙ্গি উৎখাত অভিযানের পঞ্চম দিনে সিরিয়ার আরও অভ্যন্তরে কুর্দি নিয়ন্ত্রিত এলাকা অবরোধ করতে শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। অভিযানে অন্তত ৪০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
এর আগে ২০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানা গিয়েছিল। তুরস্ক সরকারের সিরিয়া ভূখ-ে ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দিদের বিরুদ্ধে পরিচালিত হামলার পঞ্চম দিনে এই প্রাণহানি ঘটে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো। সংস্থাটি জানায়, গত শুক্রবার রাতভর দুইটি গ্রাম ঘিরে সংঘর্ষ হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন জুব আল-কাওসার এবং বাকী আল-আমারনা গ্রামের বাসিন্দা। সংঘর্ষে আরও অনেক বেসামরিক নাগরিক আহত হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি। দিনের বেলা সম্মুখযুদ্ধ বন্ধ থাকলেও তুরস্কের যুদ্ধবিমানগুলোকে আকাশে উড়তে দেখা গেছে। এছাড়া, কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া নিয়ন্ত্রিত অঞ্চল লক্ষ্য করে কামানের গোলা ছোড়া হয়েছে। তুর্কি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিমান হামলায় ২৫ কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া নিহত হয়েছে। কুর্দি বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে কুর্দি সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তুর্কি সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার আগেই তারা ওই এলাকা থেকে সরে গিয়েছিল। সিরিয়ায় তুরস্ক সমর্থিত বাহিনী সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্স (এসডিএফ) এর সহায়তায় গত বুধবার থেকে সিরিয়া সীমান্তে অভিযান শুরু করে তুরস্কের সেনাবাহিনী। তুরস্কের সেনাবাহিনী প্রথমে সীমান্তবর্তী সিরিয় শহর জারাবলুস থেকে ইসলামিক স্টেটকে (আইএস) উৎখাত করে। এরপর তারা কুর্দি সংশ্লিষ্ট বাহিনী নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হওয়া শুরু করে। এছাড়া, পশ্চিমে আইএস নিয়ন্ত্রিত অঞ্চলের দিকেও অগ্রসর হচ্ছে তুর্কি সেনারা। অবশ্য তুরস্ক সরকার দাবি করেছে, অভিযানে ২৫ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আল-আমারনেহ এলাকায় তুরস্কের অভিযানে ২০ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এছাড়া রোববার আরও ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন জেব আল-কুসা এলাকায়। সংস্থাটি আরও জানায়, দু›টি এলাকায় তুর্কি বিমানহামলায় অন্তত ৪ জন কুর্দি যোদ্ধা নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সামরিক অভিযানের অংশ হিসেবে তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরা আল-আমারনেহ গ্রামটি দখল করেছিল। জেব এল-কুসা এলাকাটি কুর্দি যোদ্ধাদের সমর্থিত জারাব্লজ শহর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সামরিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সিরিয়ায় বিমান হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও সিরিয়ান কুর্দিদের পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-এর ২৫ যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’করা হয়েছে। এর আগে কুর্দিরা সীমান্তবর্তী অঞ্চল দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করে তুরস্ক। এদিকে, আসাদ সরকার সিরিয়ার অভ্যন্তরে তুর্কি অভিযানের নিন্দা জানিয়েছে। তুর্কি অভিযানকে ‘আগ্রাসন’ এবং ‘সার্বভৌমত্ব’ লঙ্ঘন বলে উল্লেখ করেছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ২০১২ সাল থেকে ওই অঞ্চলে আসাদ সরকারের নিয়ন্ত্রণ খুবই সীমিত। উল্লেখ্য, জাতিসংঘের হিসাব অনুসারে, সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে অন্তত দুই লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন। দেশান্তরী হয়েছেন প্রায় ৪৬ লাখ সিরীয়। আর অভ্যন্তরীণ বাস্ত্যুচ্যুত হয়েছেন ৬৬ লাখ সিরীয়। নিউইয়র্ক টাইমস, এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।