মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে গোঁড়া বলে অভিহিত করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী ‘হিলারি ভোটের ক্ষেত্রে লোকদের গায়ের রঙ বিবেচনা করেন। কিন্তু উত্তম ভবিষ্যতের জন্য তাদের মানুষ হিসেবে বিবেচনা করেন না। ট্রাম্প অভিযোগ করেন, হিলারি ও তাঁর দল ডেমোক্রেটিক পার্টি আফ্রিকান-আমেরিকানদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। ট্রাম্পের বক্তব্যের কড়া জবাবও দিয়েছেন হিলারি। তিনি বলেছেন, ট্রাম্প মূলধারায় ঘৃণা ছড়ানোর বিষয়টি নিয়ে আসছেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পাওয়ার আগে থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনায় আসেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এর আগে বিভিন্ন সময় মুসলমানদের যুক্তরাষ্ট্রে আসার ওপর নিষেধাজ্ঞা চেয়ে এবং কৃষ্ণাঙ্গ ও অভিবাসীদের বিপক্ষে বক্তব্য রেখেছেন। চলতি মাসের মাঝামাঝি মার্কিন পুলিশ যে এক কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে, তাও সমর্থন জানিয়েছিলেন তিনি। এক জনমত জরিপে দেখা গেছে, মাত্র ২ শতাংশ কৃষ্ণাঙ্গ ট্রাম্পকে সমর্থন করে। জরিপের ফল প্রকাশের পর কৃষ্ণাঙ্গদের প্রতি সহানুভূতির সুরে কথা বলতে শুরু করেন তিনি। গত সপ্তাহে এক সমাবেশে বলেছিলেন, কৃষ্ণাঙ্গদের উন্নয়ন ঘটাতে ডেমোক্রেটরা ব্যর্থ হয়েছে। তবে এবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কৃষ্ণাঙ্গদের উন্নয়ন করবেন। এএফপি, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।