Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকীর ‘খাতাও’ শূন্য!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপে এয়ার পিস্তল ইভেন্টে আগের দিন ভালো করতে পারেননি বাংলাদেশের শাকিল আহমেদসহ অন্য শুটাররা। এবার তাদের পথেই যেন হাঁটলেন দেশসেরা এয়ার রাইফেল শুটার আব্দুল্লাহ হেল বাকী। গতকাল অনুষ্ঠিত আসরের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টেও ব্যর্থ হয়েছেন তিনি সহ বাংলাদেশের অন্যরা। এই ইভেন্টে আব্দুল্লাহ হেল বাকী ৬১৯.৩ স্কোর করে ১৪তম হয়েছেন। তবে বাকীর চেয়ে ভালো করেছেন রবিউল ইসলাম। তিনি ৬১৯.৪ স্কোর নিয়ে ১৩তম হয়েছেন। ৬১৭.৭ স্কোরে রাব্বি হাসান মুন্না ১৯তম হয়েছেন। এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের ছেলেদের এই ইভেন্টে স্বর্ণ জিতেছে ভারত। অন্যদিকে ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টের নারী বিভাগে বাংলাদেশিদের মধ্যে ৬২০.২ স্কোর করে রিতিকা চৌধুরী ২০তম, ৬১৭.৩ পয়েন্ট নিয়ে সৈয়দা আতকিয়া হাসান ২৭তম ও ৬১৭.২ পয়েন্ট নিয়ে নাতাশা তাবাসসুম ২৮তম হয়েছেন। এই ইভেন্টে সোনা পেয়েছে মঙ্গোলিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাকীর ‘খাতাও’ শূন্য!

৩১ জানুয়ারি, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ