Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্পিনে ইংল্যান্ডকে কুপোকাত করতে পারবে না ভারত’

খেলা ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ। প্রথমেই চেন্নাই টেস্ট দিয়ে পর্দা উঠবে সিরিজের। সিরিজকে সামনে রেখে এর মধ্যেই কথার লড়াই শুরু হয়ে গিয়েছে দুই দলে, যে লড়াইয়ে যোগ দিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জফরা আর্চারও। তার মতে, ভারত চাইলেও ইংলিশ ব্যাটসম্যানদের স্পিনে ঘায়েল করতে পারবে না। ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে লেখা এক কলামে নিজের এই মতামত জানিয়েছেন আর্চার।

আর্চার বহুদিন ধরেই ভারতের মাটিতে আইপিএল খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। আইপিএলে ৩৫ ম্যাচ খেলে ৪৬ উইকেট নেওয়া এই ফাস্ট বোলার ভারতের পিচের চরিত্র বেশ ভালোই বোঝেন। আবার এটাও বোঝেন, টি-টোয়েন্টি আর টেস্ট ক্রিকেটের মধ্যে তফাতটা আকাশ-পাতাল। টি-টোয়েন্টির অভিজ্ঞতা দিয়ে টেস্ট সিরিজ খেলতে চাইলে সেটা হবে না। কলামে আর্চার লিখেছেন, ‘আমি এখানে প্রচুর আইপিএল খেলেছি। তবে আমার কাছে মনে হয় প্রথম শ্রেণির ম্যাচে খেলার অভিজ্ঞতার সামনে এগুলো কিছুই নয়। তাই লাল বলে এখানে খেলতে কেমন লাগে, সেটা দেখতে হবে।’
টি-টোয়েন্টির সঙ্গে টেস্টের মূল পার্থক্যটা কোথায়, সেটাও ফুটে উঠেছে আর্চারের কলামে, ‘আইপিএলে ব্যাটসম্যানরা আপনাকে মারতে চাইবে। কিন্তু টেস্টে তারা একের পর এক বল ঠেকিয়ে যাবে, রান তোলার তাড়ায় থাকবে না। আর উইকেট থেকেও যদি তেমন কোনো সাহায্য পাওয়া না যায়, তাহলে ব্যাটসম্যানদের আউট করা কষ্টকর হবে।’
কিছুদিন আগেই শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলে এসেছেন। দুই টেস্টের সিরিজে ইংল্যান্ড জিতে এসেছে, দুই স্পিনার জ্যাক লিচ আর ডম বেস খেলেছেন দুর্দান্ত। দুই স্পিনারের এই সফলতা দেখেই কি না, আর্চারের মনে সাহস বেড়ে গেছে। তিনি আশা করছেন, ভারতের মাটিতেও ভারতের স্পিনারদের সঙ্গে বেশ ভালোই টেক্কা দেবেন লিচ আর বেস। ফলে, শেষমেশ টেস্ট জেতার জন্য হয়তো পেসারদের দিকে তাকাতে হতে পারে। কারণ, আর্চার মনে করেন, জো রুট কিংবা অন্য ইংলিশ ব্যাটসম্যানদের উপমহাদেশের মাটিতে স্পিন খেলার বেশ ভালোই সামর্থ্য আছে, ‘আমি আশা করব, পিচ যেন পেসারদের একটু সাহায্য করে। আশা করব, আমরাও যেন উইকেট পাই। কেননা, আমার কাছে মনে হয়, স্পিনের লড়াইয়ে দুই দলের মধ্যে তেমন পার্থক্য নেই। স্পিনের যুদ্ধে আমরাও ছেড়ে কথা বলব না। তখন স্বাভাবিকভাবেই ম্যাচ একপেশে হবে না। আমাদের স্কোয়াডেও অনেক ভালো স্পিনার আছে, তাই ভারত চাইলেও আমাদের স্পিনের লড়াইয়ে হারাতে পারবে না বলে আমার বিশ্বাস।’
ভারতে দীর্ঘ এক সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। চেন্নাইয়ে দুই টেস্ট খেলার পর আহমেদাবাদে খেলবে আরও দুই টেস্ট, যার মধ্যে একটি টেস্ট আবার দিবারাত্রির। এরপরই শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি যুদ্ধ। প্রতিটি টি-টোয়েন্টিই হবে আহমেদাবাদের মাটিতে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে দুই দল। সিরিজ শেষ হবে একেবারে মার্চের শেষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ