Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী পৌরসভা নির্বাচনে আ’লীগ মেয়র প্রার্থী স্বপন মিয়াজী বিপুল ভোটে বিজয়ী

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৯:৪৫ পিএম

ফেনী পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী নৌকা প্রতীক নিয়ে ৬৯ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল ধানের শীষের প্রতীক নিয়ে ১ হাজার ৯শ ৪৯ ভোট পেয়েছেন। জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইয়ামিন হাছান ইমন লাঙ্গল প্রতীক নিয়ে ২শ ১০ ভোট পেয়েছেন। এনডিএম মনোনীত মেয়র প্রার্থী তারিকুল ইসলাম সিংহ প্রতীক নিয়ে ৩শ ২০ ভোট পেয়েছেন। চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী গোলামুর রহমান আযম হাতপাখা প্রতীক নিয়ে ২শ ৫১ ভোট পেয়েছেন।

এদিকে ৫ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে আনারস প্রতীক নিয়ে মঞ্জু রানী দেবী পেয়েছেন ৯ হাজার ৫শ ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী রোকসানা আক্তার পেয়েছেন ২শ ৪১ ভোট। সাধারণ কাউন্সিলর পদে ৭নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের বাহার মিয়া ৫ হাজার ৫শ ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজর প্রতীকের প্রার্থী ফজলুল হক তালুকদার পেয়েছেন ৫৩ ভোট। ৮নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মফিজ উল্লাহ উটপাখি প্রতীক নিয়ে ৩ হাজার ২শ ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রেজাউল করিম মজুমদার ডালিম প্রতীক পেয়েছেন ৫ ভোট। ১০নং ওয়ার্ডে মোহাম্মদ খালেদ খান উটপাখি প্রতীক নিয়ে ৫ হাজার ৭শ ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফারুক উল্লাহ মজুমদার ডালিম প্রতীক পেয়েছেন ৬৪ ভোট। ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উটপাখি প্রতীক নিয়ে হারুন-উর-রশিদ মজুমদার ১ হাজার ৭শ ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নিজাম উদ্দিন পেয়েছেন ৭ ভোট,আবুল মনচুর নয়ন পেয়েছেন ০ ভোট,মোকসেদুল আলম পেয়েছেন ৩ ভোট। ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নুরুল আলম দিদার উটপাখি প্রতীক নিয়ে ২ হাজার ৮শ ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি এম নুরুল ইসলাম পেয়েছেন ১শ ৮৫ ভোট, তাজুল ইসলাম পাভেল পেয়েছেন ১শ ২২ ভোট। ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মাহবুবুল হক উটপাখি প্রতীক ১ হাজার ৮শ ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মিজানুর রহমান পেয়েছেন ৬ ভোট। ১৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোহাম্মদ মানিক উটপাখি প্রতীক ১ হাজার ১শ ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি বেলাল হোসেন পেয়েছেন ২৭ ভোট, নাসির উদ্দিন পেয়েছেন ২শ ৯২ ভোট। ১৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাইফুর রহমান উটপাখি ২ হাজার ৭শ ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি সালেহ আহাম্মদ কাউচার পেয়েছেন ৩শ ৭১ ভোট, শরিফুল ইসলাম পেয়েছেন ১শ ৮২ ভোট।

উল্লেখ্য ফেনী পৌরসভা মোট ভোটার সংখ্যা ৯১ হাজার ৬শ ৬২ জন। ৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে ৭২ হাজার ৬শ ৫৪ ভোট। বাতিল হয়েছে ৬শ ১৪ ভোট। এর আগে পৌরসভায় মোট ২৪টি সাধারন ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের মধ্যে ভোটের আগে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ১০ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৫ জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী এ বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ