Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঈশ্বরগঞ্জে মেয়র পদে নৌকা প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৯:০২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে নৌকা কে হারিয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। ৩০জানুয়ারি শনিবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে বেসরকারি ফলাফলে তাকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, নারকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মোট ৯হাজার ৩৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এবং নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৯শত ৬০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন হাবিবুর রহমান হাবিব। এছাড়া সাফিকুর রহমান (হাতপাখা) ৪শত ৩৪ ও শরীফ মোহাম্মদ জুলফিকার আলী টিপু (ধানের শীষ) পেয়েছেন ২শত ৬২ ভোট। পৌর সভায় মোট ভোটার সংখ্যা ছিল ২২হাজার ৫শত ৩৪। এর মধ্যে মোট ভোট পরেছে ১৭হাজার ৬শত৯৩ এবং ৩৩১ ভোট বাতিল বলে গণ্য হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ