বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৩০ জানুয়ারী শনিবার তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচনে আওয়মীলীগ মনোনীত বর্তমান মেয়র ডা.এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম টানা তৃতীয় বারের মত পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান সকল ভোট কেন্দ্র থেকে তার পোলিং এজেন্ট জোরপূর্বক বের করে দেয়া, প্রকাশ্যে নৌকা প্রতীকের সিল মারা ও প্রশাসন তাদের এসব অভিযোগ আমলে না নেয়ার কারণে ভোট বর্জন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। গতকাল ভোট চলাকালীন দুপুর দেড়টায় সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত আসন-১ এ রিনা আক্তার, ২ এ রহিমা খানম ও ৩ এ সোমা আক্তার নির্বাচিত হয়েছে। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মাহবুবুল আলম সিদ্দিকী, ২নং ওয়ার্ডে হুমায়ন কবির, , ৩নং ওয়ার্ডে এস.এম মাজাহারুল আলম, ৪নং ওয়ার্ডে আনছারুল হক সবুজ, ৫নং ওয়ার্ডে তাওহীদুল ইসলাম আপন, ৬নং ওয়ার্ডে মোঃ হাতেম আলী, ৭নং ওয়ার্ডে সাহাব উদ্দিন, ৮নং ওয়ার্ডে নজরুল ইসলাম ও ৯নং ওয়ার্ডে হুমায়ুন মুন্সি নির্বাচিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।