বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রথম ধাপে রংপুরের জন্য বরাদ্দকৃত আড়াই লাখ ডোজ করোনা ভ্যাকসিন কাল রোববার রংপুরে আসছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
তিনি জানিয়েছেন, কাল রোববার ভ্যাকসিনের ১৭টি কার্টুন রংপুরে এসে পৌঁছাতে পারে। পৌঁছিলে এগুগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হবে। প্রতি কার্টুনে এক হাজার ২’শ ভায়াল থাকে এবং প্রতি ভায়ালে ১০টি করে ডোজ থাকবে। এছাড়া তাদের কাছে অতিরিক্ত আরও চার কার্টুন থাকবে। সে হিসেবে প্রথম ধাপে রংপুরে ২ লাখ ৫২ হাজার ডোজ টিকা কাল আসছে। যা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেয়া শুরু হবে।
তিনি আরও জানিয়েছেন, রংপুর মহানগরীর ভেতরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব টিকা দেয়া হবে। পরবর্তীতে আরও ডোজ আসলে নিয়ম মাফিক এসব টিকা দেয়া হবে। টিকা দেয়ার কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
ভ্যাকসিন পেতে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্তদের অনলাইনে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না বলেও জানিয়েছেন তিনি।
রংপুর ছাড়া বিভাগের দিনাজপুর জেলায় আট কার্টুন, কুড়িগ্রামে পাঁচ কার্টুন, লালমনিরহাটে তিন কার্টুন, গাইবান্ধায় ছয় কার্টুন, নীলফামারীতে পাঁচ কার্টুন, ঠাকুরগাঁওয়ে চার কার্টুন এবং পঞ্চগড়ে দুই কার্টুন টিকা সরবরাহ করা হবে। সে হিসেব অনুযায়ী রংপুর বিভাগে প্রথম ধাপে মোট ৬ লাখ ৪৮ হাজার ডোজ টিকা সরবরাহ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।