Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রণক্ষেত্র সিঙ্ঘু সীমান্ত

বিক্ষুব্ধ কৃষকদের ওপর লাঠিচার্জ-কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

উত্তপ্ত সিঙ্ঘু সীমানা। কৃষক আন্দোলন বিরোধীদের সঙ্গে সংঘর্ষে জড়ান প্রতিবাদী চাষীরা। কৃষকদের লক্ষ্য করে স্থানীয়রা ইঁট ছুড়েছেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। ফলে রণক্ষেত্র হয়ে ওঠে সিঙ্ঘু সীমানা।
শুক্রবার সকাল থেকে সিঙ্ঘু এবং তিকরি সীমান্তেও ভিড় করতে শুরু করেন কৃষকরা। ফলে ওইসব এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কৃষকদের প্রতিবাদের মধ্যেই একদল এসে এলাকা ছালির দাবি জানায়। আন্দোলনের ফলে তাঁদের জনজীবন ব্যাহত হচ্ছে বলে চিল্লাতে থাকেন স্থানীয়রা।

২৬ জানুয়ারি লালকেল্লায় তান্ডবের পর কৃষক আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছিল। বিক্ষোভ কর্মসূচি থেকে সরে গিয়েছে বেশ কয়েকটি কৃষক সংগঠন। একের পর এক কৃষক নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এমনকি বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে বিক্ষোভ হঠানোর জন্য নোটিসও জারি করেছে যোগী প্রশাসন। এ পরিস্থিতিতে যখন কৃষকদের আন্দোলন কিছুটা ব্যাকফুটে বলে মনে করা হচ্ছে ঠিক তখনই আবারও গতি পাচ্ছে কৃষক আন্দোলন।

ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ তিকাইতের আবেগতাড়িত আবেদনের পর শুক্রবার সকাল থেকে সিঙ্ঘু এবং তিকরি সীমান্তেও ভিড় করতে শুরু করেছেন কৃষকরা। ফলে ওইসব এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ভারতীয় কিষাণ উনিয়ানের সদস্য, সমর্থকরা দিল্লি-মীরাট রোডে অবস্থানে বসেছেন। পুলিশি চোখ রাঙানি উপেক্ষা করেই ক্রমাগত কৃষকদের ভিড় বাড়ছে মীরাট, বাগপথ, বিজনৌর, মোরাদাবাদ, বুলন্দশহরে।

বৃহস্পতিবার রাতের মধ্যেই গাজীপুর থেকে আবস্থানকারী কৃষকদের সরে যেতে নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসন। সেই মত প্রস্তুতিও শুরু করে প্রশাসন। মজুত করা হয় প্রচুর পুলিশ বাহিনী, র‌্যাফ, পানিকামান। এছাড়া, সিঙ্ঘু এবং টিকরির বিক্ষোভস্থলেও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিদ্যুৎ সংযোগ কেটে দেয়ার পাশাপাশি পানি সরবরাহও বন্ধ করে দেয়া হয় গাজীপুরে।

পাল্টা প্রতিবাদী কৃষকরাও জানিয়ে দেন, কোনও মতেই তারা গাজীপুরের বিক্ষোভস্থল ছাড়বেন না। এমনকি প্রশাসন জোর খাটালে ‘জীবন বাজি রেখে’ চরম আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। ভারতীয় কিষান ইউনিয়ন-এর জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত ভেজা চোখে বলেন, ‘আত্মহত্যা করব। কিন্তু, যতক্ষণ পর্যন্ত আইন প্রত্যাহার না হয়, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব।’

বৃহস্পতিবার রাতভর উত্তেজনার পর গতকাল দিনের বেলায় গাজীপুরে গিয়ে প্রতিবাদী কৃষকদের সঙ্গে কথা বলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সীমানায় বিকোষভরত কৃষকদের জন্য খাবার পানির বন্দ্যোবস্ত করে দেন। কৃষক নেতা রাকেশ টিকায়েতকে সোশাল মিডিয়ার মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, কৃষকদের দাবি সঙ্গত। আপ কৃষকদের প্রতিবাদকে সমর্থন জানাচ্ছে। মঙ্গলবারের তান্ডবের জন্য কৃষকদের দোষারোপ ও তাদের বিরুদ্ধে ভুয়ো অভিযোগে মামলা দায়ের, বিশ্বাসঘাতক বলে দেগে দেয়ার চেষ্টা সম্পূর্ণ নিন্দাযোগ্য। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • Misbaur Rahman ৩০ জানুয়ারি, ২০২১, ১২:৫১ এএম says : 0
    Bjp go back
    Total Reply(0) Reply
  • Avijit Das ৩০ জানুয়ারি, ২০২১, ১২:৫৩ এএম says : 0
    মোদি...... সরকার চালাতে পারছে না, তাই এক এর পর এক দেশের সম্প্রতি বেঁচে চলেছে , যেমন রেল এবার কৃষি নিয়ে পড়েছে। কিন্তু দেশের মানুষ সেটা বুঝছে ,
    Total Reply(0) Reply
  • Avijit Das ৩০ জানুয়ারি, ২০২১, ১২:৫৪ এএম says : 0
    Kaushik Chatterjee সত্যি বিচিত্র এই দেশ, কৃষি বিল পাশ হলো পার্লামেন্ট এ কোনো রেগুলার সেশন ছাড়া, কোনো দলের সাথে আলোচনা ছাড়া একতরফা, তার প্রতিবাদে একদল কৃষক গত তিন মাসের উপর শান্তিপূর্ণ প্রতিবাদ করতে দিল্লি আসতে চাইছিল অথচ সরকার রাস্তা খুরে, জল কামান দিয়ে সেই আন্দোলন ভেঙ্গে দেবার সমস্ত প্রচেষ্টা করেও যখন আটকাতে পারলো না তখন বদনাম করার জন্য খালিস্তানি, নকশাল দেশদ্রোহী বলছে যেমন JNU , জামিয়া, বা NRC ব্যাপারে করছে। করোনা সংক্রমণ আটকাতে পুরোপুরি ব্যার্থ , পরিযাই শ্রমিক বলে নিজের দেশের খেটে খাওয়া লোককে অপমানিত করে হটাৎ lockdown করে পরিকল্পিত ভাবে হাজার হাজার শ্রমিক কে মেরে ফেললো....
    Total Reply(0) Reply
  • Bikash Das ৩০ জানুয়ারি, ২০২১, ১২:৫৫ এএম says : 0
    মদির লজ্জা হওয়া উচিত উনি মনিষীদের থেকে বড় কোন ব্যক্তি নয়।যে মনিষীরা ওনার পায়ের নিচে স্থান পাবেন।মদি ওনাদের নোখের যগ্য নন
    Total Reply(0) Reply
  • Puspendu Raj Santra ৩০ জানুয়ারি, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    যাদের জন্য সারা পৃথিবীর মানুষ দুই বেলা খেতে পাচ্ছেন, তাদের ওপরেই এই ভাবে অত্যাচার করেছে! সত্যি কি অবস্থা! তাদেরই মারধর করা হচ্ছে!
    Total Reply(0) Reply
  • Bokul Seikh ৩০ জানুয়ারি, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    এই ভাবে চীন কে আটকাতে হতো।।।ফেকু যেখানে ক্ষমতা দেখানোর সেখানে দেখা
    Total Reply(0) Reply
  • Akbor ৩০ জানুয়ারি, ২০২১, ১:২১ পিএম says : 0
    মোদী সরকার out
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্ঘু-সীমান্ত

৩০ জানুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ