Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী সপ্তাহ থেকে করোনার ভ্যাকসিন দেবে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১০:৩২ পিএম

আগামী সপ্তাহ থেকে করোনার ভ্যাকসিন দেবে পাকিস্তান। বুধবার এক অনুষ্ঠানে দেশটির পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আসাদ উমর এ কথা জানিয়ে বলেন, প্রথমেই দেওয়া হবে সামনের কাতারের স্বাস্থ্যকর্মীদের। -ইয়ন, রয়টার্স

ভারত ইতোমধ্যে টিকা দান কর্মসূচি পরিচালনা শুরু করেছে। ভারত থেকে উপহার হিসেবে পাওয়া টিকা দিয়ে বাংলাদেশ ও মিয়ানমার একইদিনে টিকা দেওয়া শুরু করেছে। শ্রীলংকায় সবেমাত্র পৌঁছেছে ভারতের টিকা উপহার। পাকিস্তান পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পেয়েছে চীন থেকে। এই টিকা উৎপাদন হয়েছে সিনোফার্মে। সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, শনিবার ভ্যাকসিনের প্রথম চালান পাকিস্তান পৌঁছবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ