Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইটক্লাবে যাওয়ায় ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী সুগা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৪ এএম

করোনাভাইরাস সংক্রান্ত জরুরি পরিস্থিতি জারি করে জনগণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে উৎসাহিত করার মধ্যে কয়েক জন আইনপ্রণেতা নাইটক্লাবে ঘুরে বেড়ানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বুধবার পার্লামেন্টে তিনি ক্ষমা প্রার্থনা করে আইনপ্রণেতাদের জনগণের আস্থা অর্জনের আহবান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায়ন এই মাসে টোকিওসহ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করে জাপান। এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রাত আটটার মধ্যে রেস্টুরেন্ট ও বার বন্ধ রাখা। জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে উৎসাহিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে জানা যায়, ক্ষমতাসীন জোটের কয়েক জন আইনপ্রণেতা নাইটক্লাবে ঘুরে বেড়াচ্ছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী-সুগা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ