Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উজ্জীবিত বাংলাদেশের সামনে ছন্দহারা সিঙ্গাপুর

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ‘সি’ গ্রæপে উজ্জীবিত বাংলাদেশের সামনে এখন সিঙ্গাপুর। গ্রæপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে তছনছ করার পর দ্বিতীয় ম্যাচে ছন্দহারা সিঙ্গাপুরকে মোকাবেলায় প্রস্তুত লাল-সবুজরা। প্রথম ম্যাচে দলটি ২-২ গোলে ড্র করেছিলো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আজ সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি। বিটিভি ওয়ার্ল্ড খেলা সরাসরি সম্প্রচার করবে।
এশিয়ার ফুটবলে ইরান স্বীকৃত শক্তি। তা পুরুষই হোক কিংবা মহিলা দলই হোক না কেন। দু’বিভাগেই তাদেরকে অন্যতম পাওয়ার হাউজ হিসেবে গণ্য করা হয়। এই পাওয়ার হাউজের বিপক্ষেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শনিবার মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। ৯০ মিনিটের খেলায় বলা যায় ইরানকে প্রায় নাস্তানাবুদ করেই ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেছেন কৃষ্ণা রানী, মার্জিয়া, তহুরা, সানজিদা, নার্গিস, স্বপ্না, মারিয়ারা। তাদের দৃষ্টিনন্দন খেলায় বাংলাদেশ পেয়েছে দারুন এক জয়। ইরানকে ৩-০ গোলে হারিয়ে এখন উজ্জীবিত বাংলাদেশ দল। সিঙ্গাপুরকেও তারা বড় ব্যবধানে হারাতে চায়। তাই ম্যাচকে সামনে রেখে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন অ্যাস্ট্র্রোটার্ফে এক ঘণ্টার অনুশীলনে ঘাম ঝরায় লাল-সবুজের মেয়েরা। অনুশীলন শেষে কোচ গোলাম রব্বানী ছোটনকে বেশ নির্ভারই দেখা গেল। তারপরও তার মুখে ঝড়লো টুর্নামেন্টের বাকি দলগুলোর প্রতি সমীহের বাণী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ফুটবল আসরে সব দলই প্রায় সমশক্তির হয়ে থাকে। ফলে কাউকে খাটো করে দেখার অবকাশ নেই। যারা মাঠে নিজেদের সেরাটা ঢেলে দেয়, শেষ পর্যন্ত তারাই সাফল্য পায়। আমার দল ইরানের বিপক্ষে প্রথম ম্যাচে প্রত্যাশার চেয়েও অনেক বেশি ভালো খেলেছে। সহজ জয় পেলেও এই ফলাফলে আমি শতভাগ সন্তুষ্ট নই। কারণ অন্তত ছয় গোলে জিততে পারতাম আমরা। যা আামদের ফুটবলকে পৌঁছে দিতো আরও অনেক উপরে। যা হোক শেষ পর্যন্ত ইরানকে ছিন্নভিন্ন করতে পেরেছি। এটাই বড় পাওয়া। মেয়েরা ম্যাচের শুরুতে অতটা স্বাচ্ছন্দ্যে ছিল না বলেই প্রথমার্ধে নিশ্চিত তিনটি গোল মিস করেছে। তবে ধীরে ধীরে তারা ম্যাচে নিজেদের খাপ খাইয়ে নিয়ে সফলতা পেয়েছে।’ ছোটন আরো বলেন, ‘ইরানের বিপক্ষে আমার দল যেভাবে খেলেছে, ওই খেলাটা খেলতে পারলে সিঙ্গাপুরের বিপক্ষেও বড় ব্যবধানের জয় তুলে নেয়া সম্ভব বলে আমার ধারনা। যদিও তারা শক্তিশালী দলই। তাদেরকে হারাতে হলে অবশ্যই মাঠে নিজেদের উজার করে দিতে হবে বাংলাদেশের ফুটবলারদের।’ তিনি যোগ করেন, ‘জয়ের কোন বিকল্প নেই। কারণ এখন আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে গ্রæপ সেরা হওয়া। আর সেটা হতে পারলে প্রতিটা ম্যাচেই জয় পেতে হবে। আমি মেয়েদের বলেছি, তোমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে যাও। জয় তোমাদের হবেই। অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে তোমাদের। মাত্র একটি ম্যাচ জিতেছো সামনে রয়েছে আরও চার ম্যাচ। প্রত্যেকটি ম্যাচই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। পারফরম্যান্সের শতভাগ মাঠে ঢেলে দিয়ে তোমাদেরই সাফল্য তুলে আনতে হবে। আমার ধারনা তোমরা তা পারবে। ইরানের বিপক্ষে জিতে কিছুটা স্বস্তি পেয়েছি। এবার সিঙ্গাপুরকে হারানোর পরই আমি বলতে পারবো, আমি জিতেছি।’ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্র জানায়, সিঙ্গাপুরের বিপক্ষে অপরবর্তিতই থাকছে লাল-সবুজের একাদশ। দলে কোন ইনজুরি সমস্যা নেই। সব খেলোয়াড় সুস্থ এবং ফুরফুরে মেজাজেই রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উজ্জীবিত বাংলাদেশের সামনে ছন্দহারা সিঙ্গাপুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ