Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অটিস্টিক শিশুদের পাশে ঢাকা দক্ষিণ আ.লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি অনন্য দৃষ্টান্তে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়া সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। তিনি সকলকে বোঝাতে সক্ষম হয়েছেন, অটিস্টিক শিশুরা সমাজের বোঝা না। সামান্য যত্নে এরাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ অটিস্টিক শিশুদের কল্যাণে কাজ করবে।

গতকাল রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল প্লাস ফাউন্ডেশনের উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে অটিস্টিক শিশুদের মাঝে উন্নতমানের পোশাক বিতরণকালে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। অনুষ্ঠানে ১৫০ জন অটিস্টিক শিশুদের মাঝে এই পোশাক বিতরণ করা হয়। ডিজিটাল প্লাস ফাউন্ডেশনের সভাপতি তাপসী রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর মহানগর আওয়ামী লীগ নেতা আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, গোলাম সারোয়ার কবির, আইন সম্পাদক এড. জগলুল কবির, সহ-দফতর সম্পাদক আরিফুর রহমান রাসেল, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান আনিস, আমিনুল ইসলাম শামীম, রমনা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ