বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে বাংলাদেশ-ভারত সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং আন্ত:সীমান্ত অপরাধ হ্রাস করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে এ পতাকা বৈঠকের সমাপ্তি ঘটে।
এর আগে সোমবার সকাল ১১টায় দুই দেশের কমান্ডার পর্যায়ে এ বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হয়। কুড়িগ্রাম ২২-বিজিবি জানায়,ব্যাটালিয়ন এর সোনাহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০০৮ এর নিকট ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি,সেক্টর কমান্ডার,রংপুর এবং ডিআইজি,বিএসএফ,ধুবরী সেক্টর এর মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।এতে বিজিবির ৮ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্বে দেন রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরেফিন তালুকদার পিএসসি এবং ভারতের পক্ষে ১০ সদস্যের নেতৃত্ব দেন ভারতের ধুবরী সেক্টর ডিআইজি জে সি নায়ক।
এছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে দুই দেশের প্রতিনিধিগণ একমত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।